ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সাতজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আছে মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিঝুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) ও মো. মিরাজ হোসেন আকন (৪৬)। র্যাব-১৪ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ধর্মীয় কটূক্তির অভিযোগে দিপু চন্দ্র দাস (২৭) নামে পোশাক কারখানার এক শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়।
পরে কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকায় লোকজন তার মরদেহে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনী মরদেহ উদ্ধার করে।
নিহত দিপু চন্দ্র দাস জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেডে কর্মরত ছিলেন। তিনি তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে।
ঘটনার পর তার ভাই বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১৫০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
