শনিবার, 20 ডিসেম্বর 2025
MENU
#
ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতের সময় বাড়িয়েছে ইসি
daily-fulki

ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতের সময় বাড়িয়েছে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের জন্য ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৫ ডিসেম্বর) শেষ দিন হলেও তা আরও তিন সময় বৃদ্ধি করে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এ সংক্রান্ত এক নির্দেশনা থেকে বিষয়টি জানা যায়।

 

এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রস্তুতকৃত ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল হতে বেসরকারি ব্যাংকে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের বাদ দিয়ে প্যানেল প্রস্তুতের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তবে ভোটগ্রহণের জন্য পর্যাপ্ত সংখ্যক ভোটগ্রহণ কর্মকর্তা পাওয়া না গেলে বেসরকারি ব্যাংকের কর্মকর্তা/কর্মচারীদের প্রয়োজনীয় যাচাই-বাছাই করে নিয়োগ করা যাবে।

 

এতে আরও বলা হয়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে আগামী ১৮ ডিসেম্বরে মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, এর আগে গত ১০ ডিসেম্বর এ সংক্রান্ত এক চিঠিতে ইসি জানিয়েছিল— আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সর্বাধিক পঠিত