স্টাফ রিপোর্টার : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা সমাজের ভালো ও সৎ মানুষ তাদের দলের সদস্য করতে হবে। শিক্ষক, উকিল, চাকুরীজীবী, পোশাক শ্রমিকসহ যাদের সমাজে সুনাম রয়েছে তাদেরকে দলে নিতে হবে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে সাভার পৌর এলাকায় ব্যাংক কলোনী মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে সাভার পৌরসভা, থানা ও আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, আমাদের টার্গেট সারা বাংলাদেশে আমরা নতুন এক কোটি সদস্য বাড়াব’। ‘আনুপাতিক হারে সাভারে আপনাদেরকে ২০-৩০ হাজার সদস্য বাড়াতে হবে। তবে সমাজে যারা ভালো মানুষ, সচেতন মানুষ, যাদের কোনো কলঙ্ক নেই, যারা কোনো মব কালচার, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাসী এবং দখলবাজির সঙ্গে জড়িত নয় সেই সমস্ত মানুষ, সে কৃষক হোক, মজুর হোক, চিকিৎসক হোক, বুদ্ধিজীবী হোক, স্কুলের শিক্ষক হোক, মাদ্রাসার শিক্ষক হোক, পোশাকশিল্পের শ্রমিক হোক, মালিক হোক তাদেরকে আপনারা দলে অন্তর্ভুক্ত করবেন। যাদের এলাকায় ভালো সুনাম আছে, ভালো ভাবমূর্তি আছে তারাই হবে বিএনপির প্রাথমিক সদস্য।’
বিএনপি বড় ও জনপ্রিয় একটি রাজনৈতিক দল। ফাঁক-ফোকর দিয়ে এই দলে কিছু দুষ্কৃতিকারী ঢুকতে পারে। তবে আমরা সজাগ রয়েছি, কেউ যদি সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনীসহ ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের বিএনপিতে নেয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, এটা পরীক্ষিত যে আওয়ামী লীগ হলো ফ্যাসিস্ট দল। কিন্তু ইসলাম ধর্মের নামে যারা লেবাসধারী দল, তারা কোন ইসলামের কথা বলে। তারা আজ অপপ্রচারে লিপ্ত।তিনি আরও বলেন, সংবিধানে বিসমিল্লাহ, আল্লাহর উপর আস্থা লিপিবদ্ধ করেছিলেন শহীদ জিয়াউর রহমান।
২৪-এ যারা শহীদ হয়েছিল, আন্দোলন হয়েছে সে সংগ্রামের বড় অংশীদার বিএনপি, তারেক রহমান। ১৯ জুলাই আমাকে গ্রেফতার করেছিল আন্দোলন করেছি বলেই। আন্দোলনে ১৪২ জন ছাত্রদল কর্মী, ২৩ জন বিএনপি কর্মী শহীদ হয়েছে। সবার আন্দোলনেই হাসিনা বিদায় হয়েছে।
দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, নির্বাচিত সরকার এলেই সব ঠিক হয়ে যাবে। মিটফোর্ড হাসপাতালের ঘটনা উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, এ ঘটনায় বিএনপি কঠোর ব্যবস্থা নিয়েছে। এখন এ ঘটনার বিচার করবে আদালত, কিন্তু একটি রাজনৈতিক দল এ নিয়ে রাজনীতি করছে।
সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-পরিবার কল্যাণ সম্পাদক ও সাবেক এমপি ডা. দেওয়ান সালাউদ্দিন, ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক, সদস্য সংগ্রহ কমিটির টিম লিডার গোলাম মাওলা শাহীন, সাভার থানা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার, সাভার উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কফিল উদ্দিন, ঢাকা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ খোরশেদ আলম, ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন আহমেদ, আশুলিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল গফুর প্রমুখ।
এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ধামরাইয়ে বিএনপির নতুন সদস্য সংগ্রহের কার্যক্রমের উদ্বোধন করেন।