মাসুম বাদশাহ, মানিকগঞ্জ থেকে ::জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে নতুন সংবিধান প্রয়োজন। হাসিনা ও মুজিবের সংবিধান বাংলাদেশে আর চলবে না। দেশে নতুন সংবিধান, জনগণের সংবিধান ও ইনসাফের সংবিধান লাগবে।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে মানিকগঞ্জ শহরের শহীদ রফিক চত্ত্বরে 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ আরো বলেন, গোপালগঞ্জে প্রোগ্রাম করা কি বারণ? এই জেলা কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি থাকবে? সেখানে আমাদের উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। তাই আমরা ঘোষণা দিয়েছি, গোপালগঞ্জের প্রতিটি গ্রামে আমরা কর্মসূচি করবো।
পথসভায় আরও উপস্থিত ছিলেন—এনসিপি নেতা আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, ডা. তাসনিম জারাসহ দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।