বুধবার, 17 ডিসেম্বর 2025
MENU
#
সাভারে স্মৃতিসৌধে ফুল দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা
daily-fulki

সাভারে স্মৃতিসৌধে ফুল দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা


স্টাফ রিপোর্টার : মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের গ্রেফতারকৃত কর্মী শেখ শিমনের (২১) বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) তাকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

 এরআগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকালে জাতীয় স্মৃতিসৌধে ছাত্রলীগের পক্ষ থেকে ফুল দিয়ে ছবি তুলে পলাতক নেতাকর্মীদের কাছে পাঠায়। দর্শনার্থীরা বিষয়টি দেখতে পেয়ে বের হওয়ার পথে স্মৃতিসৌধের ভেতর থেকেই তাকে আটক করে। পরে তাকে আশুলিয়া থানা পুলিশ হাতে সোপর্দ করে। বুধবারে তার বিরুদ্ধে মামলা ও রিমান্ড চাওয়ার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার।
গ্রেফতারকৃত শেখ শিমন আশুলিয়ার পবনারটেক ক্লাব এলাকার আব্দুল আলিম শেখের ছেলে। সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আশুলিয়া থানা কমিটির সাবেক সদস্য বলে জানা গেছে। তার কাছ থেকে ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম লেখা একটি প্ল্যাকার্ড পাওয়া যায়। ওই তরুণকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। 


আটক হওয়ার সময় তার সাথে থাকা ২০/২২জন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী ছিলো। তারা আগেই বিষয়টি বুঝতে পেরে পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে আটক শেখ শিমন জানায়, সাভার পৌর ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি মাসুম দেওয়ানের নির্দেশে তারা জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে আসে।


জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান জানান, তাকে মঙ্গলবার বিকালে সন্দেহজনক ঘোরাঘুরির কারণে গ্রেফতার করা হয়। পরে জানা যায়, সে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সদস্য। স্মৃতিসৌধের বেদীতে ফুল দেয়ার জন্য এসেছিল। তারা এক সাথে ২০/২২জন ছিলেন বলে জানায় শেখ শিমন। নিষিদ্ধ ছাত্রলীগের বাকীদের সন্ধানে পুলিশ কাজ করছে।
 

সর্বাধিক পঠিত