মাসুম বাদশাহ সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি :যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্থানীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার অমর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশ নেন উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার-ভিডিপি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
সকাল ৯টায় সিংগাইর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, সংবাদকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা।
মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও তিন দিনব্যাপী চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের মেলা, মুক্তিযুদ্ধভিত্তিক রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনব্যাপী এসব কর্মসূচিতে অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে পুরো সিংগাইর উপজেলা।
