স্টাফ রিপোর্টার : বাংলাদেশে ভারতের কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দিল্লি। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে বিষয়টি জানিয়েছে দিল্লি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার (১৭ ডিসেম্বর) দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের নিরাপত্তা পরিবেশের অবনতিতে ভারতের তীব্র উদ্বেগের কথা জানানো হয়েছে।
তলবের সময় বাংলাদেশে কিছু কার্যকলাপের প্রতি হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়, যারা ঢাকায় ভারতীয় মিশনের আশপাশে নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনার কথা ঘোষণা করেছে বলে দাবি করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যার ভিত্তি মুক্তিযুদ্ধের সময় গড়ে ওঠে। দুই দেশের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও জনগণের মধ্যে যোগাযোগের মাধ্যমে এ সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে ভারত।
শেষে ভারত আশা প্রকাশ করে জানায়, অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক বাধ্যবাধকতা মেনে বাংলাদেশে অবস্থিত সব কূটনৈতিক মিশন ও পোস্টের নিরাপত্তা নিশ্চিত করবে।
