বুধবার, 17 ডিসেম্বর 2025
MENU
#
সাভারে বিজয় দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত
daily-fulki

সাভারে বিজয় দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার : সাভারে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার আলোচনা ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সাভার সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে দেওগাঁ বাজার মোড়ে নার্সারি মাঠে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জায়াত নেতা ও বিশিষ্ট সমাজ সেবক জি,এম, মুজিবর রহমান।


ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী ব্যাংকার আবদুস সোবাহান এর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা জেলার রাজনৈতিক বিষয়ক সম্পাদক হাসান মাহবুব মাস্টার। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শহীদুল ইসলাম। সভায় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সাভার থানা জামায়াতের সাবেক আমীর মাওলানা আশরাফ আলী, সাভার থানা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যক্ষ আবদুর রহিম মাস্টার, জেলা জামায়াতের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যক্ষ লুৎফর রহমান মোল্লা, সাভার ইউনিয়ন জামায়াতের আমীর মহরম আলী হাওলাদার, সাভার ইউনিয়ন জামায়াতের ওলামা বিষয়ক তদারককারি মাওলানা হোসাইন আহম্মেদ, সাভার ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আবদুল আজিজ প্রমুখ। 


সভার শুরুতে কোরআন থেকে তেলোয়াত করেন হাফেজ আবদুল্লাহ আল ওয়াসী। ইসলামী সংগীত পরিবেশন করেন আবুল হাশেম খান ও আবদুর রহিম। স্বাগত বক্তব্য রাখেন মাকসুদ উল্লাহ মামুন। সভায় বক্তরা মহান বিজয় দিবসের গুরুত্ব তুলে ধরে নানা বিষয়ে আলোকপাত করেন।
 

 

সর্বাধিক পঠিত