নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বুধবার দুপুরে তাকে তলব করা হয়।
সাম্প্রতিক রাজনৈতিক টানাপড়েন ইস্যুতে তাকে তলব করা হয়েছে বলে জানিয়েছে এএনআই ও এনডিটিভির মতো ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো।
প্রসঙ্গত, গত সোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। ভারতীয় রাষ্ট্রদূতকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার সাম্প্রতিক উসকানিমূলক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগপ্রকাশ করে বার্তা দেওয়া হয়। সেই সাথে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে ফেরত দিতে দিল্লির কাছে আবেদন জানায় ঢাকা।
