শনিবার, 19 জুলাই 2025
MENU
daily-fulki

সাভারে গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার উদ্যোগে সাভারে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি সাভার মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে সাভার সিটি সেন্টারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও  ঢাকা জেলার আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন এর নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা জেলা সেক্রেটারি ও জামায়াত মনোনীত ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ আফজাল হোসাইন, নায়েবে আমীর মাওলানা আব্দুর রউফ, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ শাহাদাত হোসাইন, জেলা রাজনৈতিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, আইন বিষয়ক সেক্রেটারি এডভোকেট মোঃ শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য লুৎফর রহমান মোল্লা, ইমদাদুল হক, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম, সাভার থানার আমীর আব্দুল কাদের, সাভার পৌর আমীর আজিজুর রহমান, আশুলিয়া থানা আমীর বশির আহমেদ, ধামরাই থানা আমীর মাওলানা আব্দুল হালিম ও জেলা উত্তরের শিবির সভাপতি আবু সুফিয়ান প্রমুখ। 
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, সরকারের উপর্যুপরি ব্যর্থতার কারণে বুধবার গোপালগঞ্জ রক্তাক্ত হয়েছে। সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে সেই আসামিগুলো ঘুরে বেড়াচ্ছে, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার না করায় এই ধরনের ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটানোর দুঃসাহস দেখিয়েছে। ২৪ ঘন্টা পার হয়ে গেলেও এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নাই। তাই আগামী ২৪ ঘন্টার মধ্যে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অন্যথায় সারাদেশে বিক্ষোভের দাবালন জ্বলে উঠবে।


News Writer

SB

সর্বাধিক পঠিত