মঙ্গলবার, 16 ডিসেম্বর 2025
MENU
#
জাবি ভর্তি পরীক্ষার সূচি দেখে নিন এক নজরে
daily-fulki

জাবি ভর্তি পরীক্ষার সূচি দেখে নিন এক নজরে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। রোববার ১৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত নোটিশ দেওয়া হয়। সূচি অনুযায়ী, ভর্তি পরীক্ষা শুরু হবে ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর ২০২৫।

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সূচি এক নজরে

যে সব বিষয়ে সতর্ক থাকতে হবে-
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার্থীদের ওএমআর ফর্ম নিয়মিত কালো বলপয়েন্ট কলম দিয়ে নির্ধারিত বৃত্তে পূরণ করতে হবে। ওএমআর ফর্মে ভুল হলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। বৈধ কারণ ছাড়া অতিরিক্ত ওএমআর ফর্ম দেওয়া হবে না। ওএমআর ফর্ম ভাঁজ করা, কাটা, দাগ দেওয়া, স্ট্যাপল করা বা ভেজানো যাবে না।

ভর্তি পরীক্ষার রোল নম্বর, দিন ও শিফট এবং প্রশ্নপত্রের সেট কোড ইংরেজিতে লিখতে হবে। নির্ধারিত ঘর ঠিকভাবে পূরণ করতে হবে। পরীক্ষা শেষে ওএমআর শিট এবং প্রশ্নপত্র দায়িত্বপ্রাপ্ত পরিদর্শকের কাছে জমা দিতে হবে।

ডাউনলোড করা প্রবেশপত্রে পরীক্ষার আসনসংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে। নির্ধারিত সময়ের অন্তত ১০ মিনিট আগে পরীক্ষার্থীদের নিজ নিজ কক্ষে আসন গ্রহণ করতে হবে।

পরীক্ষাকেন্দ্রে ব্যাগ, বই, মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। পরীক্ষাকক্ষে সময় দেখার জন্য ঘড়ি থাকবে। পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

ভর্তি পরীক্ষার ফল পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ সাত দিনের মধ্যে ju-admission.org ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরীক্ষার সময় পরীক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঢাকা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। তাই ঢাকা বা দূরবর্তী স্থান থেকে আসা পরীক্ষার্থীদের যানজটসহ অনাকাঙ্ক্ষিত ভোগান্তি এড়াতে যথেষ্ট সময় নিয়ে কেন্দ্রে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে। এ সময় পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা বিশ্ববিদ্যালয়ের কোনো বাস ব্যবহার করতে পারবেন না।

 

সর্বাধিক পঠিত