মঙ্গলবার, 16 ডিসেম্বর 2025
MENU
#
ধামরাইয়ে ৫২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার
daily-fulki

ধামরাইয়ে ৫২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার


ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে ৫২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে ৫ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।


এরআগে শনিবার (১৩ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার কালামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম নায়েবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়ীয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া থানার পূর্বপাড়া এলাকার মৃত আবু মোল্লার ছেলে আক্কাস ওরফে শাকিল; ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয়নগর থানার মৃত আবু সালামের ছেলে সাইদুল ইসলাম ওরফে সাইফুল, যিনি বর্তমানে ঢাকার সাভার রেডিও কলোনি এলাকায় ভাড়া থাকেন; ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয়নগর থানার কাশিনগর এলাকার মো: ফরিদ মিয়ার ছেলে মো: তারামিয়া; এবং মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আলোকদিয়ার চর এলাকার মৃত জুরান শেখের ছেলে আরব আলী শেখ, যিনি বর্তমানে ঢাকার ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের মাহফুজের বাড়িতে ভাড়া থাকেন।


র‌্যাব ও পুলিশ জানায়, গতকাল দিনগত রাতে কালামপুর এলাকার মা ফল ভান্ডার দোকানের সামনে চেকপোস্টের অভিযান চলাকালে মানিকগঞ্জ থেকে আসা একটি পিকআপ গাড়িকে সিগন্যাল দিলে তারা সেটি অমান্য করে। পরে র‌্যাব-৪-এর একটি অভিযানিক দল গাড়িটি আটক করে। জিজ্ঞাসাবাদে তারা গাড়িতে মাদকদ্রব্য গাঁজা থাকার কথা স্বীকার করে। এরপর পিকআপ গাড়ি থেকে ৫২.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম নায়েবুল ইসলাম বলেন, কালামপুর এলাকা থেকে র‌্যাব ও পুলিশ অভিযান চালিয়ে ৫২.৫ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। আজ সকালে তাদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
 

সর্বাধিক পঠিত