সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলামকে সাভার থেকে গ্রেপ্তার করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৩ ডিসেম্বর) রাতে সাভার ব্যাংক কলোনী এলাকার ওহাব আলীর বাড়িতে ভাড়া নেওয়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির সাব-ইন্সপেক্টর মো. জুয়েল মিয়া।
গ্রেপ্তারকৃত মো. আশরাফুল ইসলাম ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রামের মো. সিরাজুল ইসলাম ওরফে ফিরোজ মুন্সির ছেলে।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আশুলিয়া থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
অন্যদিকে, আশরাফুল ইসলামের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, তাকে একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের দাবি, ঘটনার দিন তিনি আশুলিয়া থানার ওই এলাকায় উপস্থিত ছিলেন না। হত্যা মামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে পরিবার দাবি করেছে।
