স্টাফ রিপোর্টার : বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা থেকে বিতাড়িত পলাতক রাজনৈতিক গোষ্ঠী আওয়ামী লীগের প্রধান ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে বসে থেকে এ দেশে অবস্থানরত তার সমর্থকদের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে উস্কানি দিচ্ছেন। তবে ভারত এ দাবি প্রত্যাখ্যান করেছে।
রোববার (১৪ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ সরকারের এ দাবি প্রত্যাখ্যান করে দিল্লি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিজ্ঞপ্তিতে বলেছে, আমরা ধারাবাহিকভাবে বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছি। ভারত কখনও তার ভূখণ্ডকে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের স্বার্থ বিরোধী কার্যকলাপের জন্য ব্যবহার করতে দেয়নি।
এতে আরও বলা হয়, আমরা আশা করি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য, আসন্ন সংসদ নির্বাচন বানচাল করার লক্ষ্যে পলাতক শেখ হাসিনা বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার আহ্বান জানিয়ে তার সমর্থকদের উস্কানিমূলক বক্তব্য অব্যাহত রেখেছে। তার এমন কর্মকাণ্ডের ব্যাপারে ভারত সরকারের কাছে উদ্বেগ জানায় বাংলাদেশ। রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ উদ্বেগ জানানো হয়। এরই পরিপ্রেক্ষিতে দেশটির ক্ষমতাসীন সরকার এমন বক্তব্য দিলো।
