স্টাফ রিপোর্টার : সাভারে রবিবার পোস্ট জেলী যুক্ত চিংড়ি মাছ ও জাটকা ইলিশ আটক করা হয়েছে। পৃথক দুটি পাইকারী মাছের আড়তে অভিযান চালিয়ে এ সব মাছ আটক করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: জসিম উদ্দিন।
জানাগেছে,সাভার ও আশুলিয়া এলাকায় দীর্ঘ দিন ধরে বিভিন্ন হাট বাজারে প্রতিনিয়ত জেলি যুক্ত পোস্ট চিংড়ি মাছ,জাটকা ইলিশসহ নানা ধরনের খাবার নিষিদ্ধ মাছ বিক্রয় করছে এক ধরনের অসাধু ব্যবসায়ি। এমন অভিযোগের ভিত্তিতে রবিবার সাভারে তেতুলঝোড়া ইউনিয়নের ফুলবাড়িয়া ও সাভার পৌর এলাকার উলাইলে ডিপজট মার্কেটে অভিযান চালায় সাভার উপজেলা মৎস্য অফিস।
এ সময় ফুলবাড়িয়া পাইকারী বাজার থেকে ১০০ কেজি জাটকা ইলিশ মাছ ও উলাইল বাজার থেকে ৫২ কেজি জেলিযুক্ত চিংড়ি মাছ আটক করা হয়। পরে আটককৃত জেলিযুক্ত চিংড়ি মাছ বিনষ্ট করে দেয়া হয় এবং জাটকা মাছ স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
সাভার উপজেলা মৎস্য কর্মকর্তা শবনম মুশতারী জানান এ অভিযানে সাভার থানা পুলিশের একটি টিম এবং উপজেলা মৎস্য অফিসের কর্মীগন অংশ নেয়। তিনি আরও জানান অসাধু ব্যবসায়িদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যহত থাকবে এবং ইহা একটি চলমান প্রক্রিয়া।
