বুধবার, 30 জুলাই 2025
MENU
daily-fulki

রাজধানীতে এক ঘণ্টার ব্যবধানে ২ খুন

স্টাফ রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় এক ঘণ্টার ব্যবধানে একজনকে কুপিয়ে ও আরেকজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। 

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা সাতটার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান সড়কের লাউতলায় পূর্বশত্রুতার জের ধরে আল–আমিন (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক এস এম নুরুজ্জামান  বলেন, আল–আমিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে রাত ৮টার দিকে রাজধানীর আদাবরে নবোদয় হাউজিং এলাকায় গাড়িচালক ইব্রাহিম শিকদারকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দু’জনকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 

রাত সাড়ে ১০টার দিকে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, নিহতের শ্যালক অভিযুক্তদের ডিমের দোকানে কাজ করতেন। ক’দিন আগে ডিমসহ একটি ভ্যানগাড়ি উল্টে যায়। এতে বেশ ক্ষয়ক্ষতি হয় ওই ব্যবসায়ীর। এই অভিযোগে নিহত ইব্রাহিমের শ্যালককে মারধর করে তারা। 

তিনি বলেন, শ্যালককে মারধরের ঘটনায় সালিশ বসান ইব্রাহিম। এই সালিশে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি হয়। পরে ওই ব্যবসারীর লোকজন মোটরসাইকেলে চলে যাওয়ার সময় এলোপাতাড়ি গুলি ছোড়ে। ঘটনাস্থলে মারা যান ইব্রাহিম।


News Writer

SB

সর্বাধিক পঠিত