শনিবার, 13 ডিসেম্বর 2025
MENU
#
ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে সাভারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
daily-fulki

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে সাভারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

 

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং গত ০৫ নভেম্বর  চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনয়নপ্রাপ্ত নেতা এরশাদ উল্লাহর উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে সাভার পৌর এলাকার ইয়ামিন চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি ঢাকা–আরিচা মহাসড়কের শিমুলতলায় শেষ হয়।

ছাত্রদল নেতাকর্মীরা দেশব্যাপী বাড়তে থাকা রাজনৈতিক সহিংসতা ও নির্বাচনের অস্থিতিশীল পরিস্থিতির বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন।

এ মিছিলের নেতৃত্ব দেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন। এই সময় সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার, সাংগঠনিক সম্পাদক মঞ্জরুল হক সৌরভসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এসময় মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, “গণসংযোগকালে প্রার্থীদের উপর হওয়া  গুলিবর্ষণ প্রতিটি নাগরিকের জন্য গভীর উদ্বেগের বিষয়। যারা এই সহিংস ঘটনায় জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে  শাস্তি দিতে হবে।”

তিনি আরও বলেন, “নির্বাচনকে মুক্ত, নিরাপদ ও ন্যায্য পরিবেশে সম্পন্ন করার কথা থাকলে, সরকারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বাস্তবিকভাবে সক্রিয় ভূমিকা নিতে হবে এবং সকল দায়ীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর তদন্ত নিশ্চিত করতে হবে।”

প্রতিবাদ মিছিল চলাকালীন ছাত্রদলের নেতাকর্মীরা সন্ত্রাস ও সহিংসতার বিরোধী স্লোগান দেন এবং আক্রান্ত প্রার্থীদের দ্রুত চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সর্বাধিক পঠিত