সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনার তীব্র প্রতিবাদ এবং জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ রফিক চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নূরতাজ আলম বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আব্দুস সালাম বাদল, গোলাম আবেদীন কায়ছার, রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক আহমেদ দিপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্নাহ খাঁন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজিবসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, শরিফ ওসমান হাদির ওপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। পরিকল্পিতভাবে বিরোধী মতকে দমন করতেই এ হামলা চালানো হয়েছে। তারা বলেন, রাজনৈতিক ভিন্নমত দমন করতে ভয়ভীতি ও সহিংসতা কখনোই সফল হবে না।
বক্তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা। একই সঙ্গে বিরোধী দলের নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
