স্টাফ রিপোর্টার : সাভারে মাদক বিক্রেতা ও সেবনকারিদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মাদক প্রতিরোধে ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় পৌরসভার ডগরমোড়া এলাকায় বাড়ি মালিক সমিতি ও সমাজ কল্যাণ কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর সভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাইন উদ্দিন মাতাব্বর। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী পাঠান।
ডগরমোড়া বাড়ি মালিক সমিতি ও সমাজ কল্যাণ কমিটির অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় মাদক প্রতিরোধে করণীয় নানা বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় ঐক্যমত প্রকাশ করা হয়, মাদক ব্যবসায়ী ও সেবনকারি যে বা যারাই হোক তাদেরকে এলাকায় দেখামাত্র আটক করা হবে। তাদের পরিবারের কর্তা ব্যক্তিকে জানানো হবে। কোন কোন ক্ষেত্রে তাদেরকে এলাকায় দেখামাত্র ঐক্যবদ্ধ হয়ে ধরে পুলিশে দেয়া হবে।
সভায় প্রধান অতিথি আবদুর রহমান বলেন, ঐক্যবদ্ধ হওয়া জরুরী বিষয়। ঐক্যের বিকল্প নেই। আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন। আমি আপনাদের পাশে আছি। যে কোন প্রয়োজনে যখন আপনারা আমাকে ডাকবেন তখনই আমাকে পাবেন। মাদক বিক্রেতারা আমাদের সমাজের শত্রু। তাদেরকে দমন করতে হবে। তাদের ধরে আইনের কাছে হস্তান্তর করতে হবে। আপনারা কালোকে কালো বলবেন, সাদাকে সাদা বলবেন। আপনারা প্রতিবাদ করবেন। অপরাধী যেই হোক যত শক্তিশালী হোক তাকে রেহাই দেয়া যাবে না। তার শাস্তি অবধারিত। সে যদি আমাদের দলের হয়, তাকে দল থেকে বহিস্কার করা হবে। ভয় পাওয়ার কিছু নেই। তিনি আরও বলেন, আমি আপনাদের ভোটে বিরূপ পরিবেশে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলাম। তবে প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারিনি। এ জন্য আমি দু:খ প্রকাশ করছি। আগামীতে যদি সুযোগ হয়, আপনাদের ডগরমোড়ায় সবার আগে কাজ করবো, ইনশাআল্লাহ।
সভায় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ডগরমোড়ার বাসিন্দা ও সংগঠনের উপদেষ্টা রফিকুল ইসলাম কোম্পানি, বাংলাভিশন টিভির সাংবাদিক নজমুল হুদা শাহীন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার ফয়েজ হোসেন, উপদেষ্টা জামাল উদ্দিন, মাওলানা নজরুল ইসলাম, সহ-সভাপতি ফয়জুল ইসলাম মাস্টার, সহ-সাধারণ সম্পাদক কবির মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান পাভেল, কোষাধক্ষ আবদুর রহমান প্রমুখ।
