আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে কলকাতায় পা রাখেন। প্রায় ১৪ বছর পর ভারতে মেসির আগমন। মিয়ামি থেকে দুবাই হয়ে কলকাতায় নামেন তিনি। গভীর রাত হলেও বিমানবন্দরের বাইরে হাজার হাজার ভক্ত ভিড় করেন। বিমানবন্দর থেকে মেসি বের হওয়া মাত্রই সমর্থকদের চিৎকার ও জয়ধ্বনিতে গমগম করছিল বিমানবন্দর চত্বর। ভক্তরা মেসির নাম ধরে স্লোগান দেন। আর্জেন্টিনার পতাকা নাড়েন। কেউ কেউ ব্যারিকেডে উঠে পড়েন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলে। মেসির ভারত সফরের নাম দেওয়া হয়েছে ‘গোট ট্যুর অফ ইন্ডিয়া’।
জানা গেছে, মেসি ছাড়াও কলকাতায় পা রেখেছেন ইন্টার মায়ামির সতীর্থ, প্রিয় বন্ধু তথা উরুগুয়ের ফুটবলার লুইস সুয়ারেস ও আর্জেন্টিনার ফুটবলার রদ্রিগো ডি’পল। ছিলেন শাহরুখ খানও। যদিও শাহরুখ ও মেসি আলাদা বিমানে কলকাতায় পৌঁছান। শাহরুখ তার ব্যক্তিগত জেটে আসেন। তারা সবাই বিমানবন্দর থেকে বেরিয়ে গেছেন। কড়া নিরাপত্তার মধ্যে তাদের বিমানবন্দর থেকে বের করে আনেন নিরাপত্তাকর্মীরা। বিমানবন্দর থেকে বেরিয়ে মেসি সোজা চলে যান তার হোটেলে।
তিন দিনের সফরে মেসি কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি যাবেন। মেসি নিরাপত্তা ঘিরে সব মিলিয়ে প্রায় ২০০০ পুলিশকর্মী নিরাপত্তার দায়িত্বে থাকবেন। নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। গাড়ি রাখার ক্ষেত্রেও শুক্রবারই নির্দেশিকা জারি করেছে বিধাননগর পুলিশ।
শনিবার সকাল ১১টা ১৫ মিনিটে হোটেল থেকে যুবভারতীতে রওনা দেবেন। ১১টা ৩০ মিনিটে মাঠে আসবেন শাহরুখ। দুপুর ১২টায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। দুপুর ১২টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত সেলিব্রিটি ফ্রেন্ডলি ম্যাচ, সংবর্ধনা এবং সংক্ষিপ্ত আলাপ পর্ব। অনুষ্ঠান শেষে বিমানবন্দরে চলে যাবেন মেসি।
কলকাতা থেকে দুপুর ২টায় হায়দ্রাবাদের উদ্দেশে রওনা দেবেন মেসি। সেই শহরে পৌঁছে সন্ধ্যা ৭টার সময় ‘গোট কাপ’ নামের একটি ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করবেন। সেখানে থাকবেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে অনুষ্ঠান। সাত বনাম সাত একটি ফুটবল ম্যাচেও খেলার কথা রয়েছে মেসির। এর পর মেসিকে সম্মান জানিয়ে একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাত ৯টা নাগাদ মেসি যাবেন ফলকনামা প্যালেসে। সেখানে বাছাই করা খ্যাতনামীদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। মুখ্যমন্ত্রী রেবন্ত ছাড়াও তেলুগু সিনেমার প্রথম সারির তারকাদের অনুষ্ঠানে থাকার কথা। সেখানেই নৈশভোজ সারবেন মেসি। রাতে থাকবেন হায়দ্রাবাদেই।
১৪ ডিসেম্বর মেসি যাবেন মুম্বাই। দুপুর ৩.৩০টা নাগাদ ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় ‘প্যাডেল কাপ’-এ অংশ নেবেন তিনি। জানা গেছে, সেখানে মেসির সঙ্গে প্যাডেল খেলতে পারেন শচীন টেন্ডুলকর। এরপর ৪টার সময় খ্যাতনামীদের সঙ্গে ফুটবল ম্যাচ রয়েছে। সেখানে ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রীর হাজির থাকার কথা। আরও অনেক খ্যাতনামী হাজির থাকবেন। মেসি নিজে ফুটবল খেলবেন কি না তা স্পষ্ট নয়। বিকেল ৫টা নাগাদ মেসি যাবেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেখানে তাকে সংবর্ধনা দেওয়া ছাড়াও একটি চ্যারিটি ফ্যাশন শো হবে। জন আব্রাহাম, করিনা কাপূর খান, জ্যাকি শ্রফ-সহ বলিউডের তারকাদের দেখা যাবে সেই অনুষ্ঠানে।
জানা গেছে, রোহিত শর্মা এবং মহেন্দ্র সিংহ ধোনিও হাজির থাকতে পারেন। কাতার বিশ্বকাপে মেসির একটি স্মারকের নিলাম হওয়ার কথা। কলকাতার মতো ওয়াংখেড়েতেও খুদেদের নিয়ে একটি কোচিং ক্লিনিকে অংশ নেবেন মেসি। ৬০ জন ছেলেমেয়েকে ফুটবল শেখাবেন এবং নিজের অভিজ্ঞতা ভাগ করে নেবেন। নাম দেওয়া হয়েছে ‘প্রজেক্ট মহাদেব’।
১৫ ডিসেম্বর মেসি যাবেন দিল্লি। প্রথমে তিনি দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। যদিও সেই সময় জানা যায়নি এখনও। দুপুর ১.৩০টা থেকে অরুণ জেটলি স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে অংশ নেবেন মেসি। তাকে সংবর্ধিত করা হবে। পাশাপাশি, ইউরোপে গিয়ে তিনটি ট্রফি জেতা মিনার্ভা অ্যাকাডেমির ফুটবলারদের সংবর্ধিত করবেন মেসি নিজে। সেখানেও একটি কোচিং ক্লিনিকের কথা রয়েছে। স্টেডিয়ামের মাঝে একটি বিশেষ পিচ তৈরি করা হয়েছে। মোট দু’টি কোচিং ক্লিনিকে অংশ নেবেন মেসি। ফুটবলে শটও মারতে পারেন মেসি। একটি ম্যাচ হবে নয় বনাম নয় ফুটবলারের। বিকেলের দিকে ভারত ছেড়ে চলে যাওয়ার কথা রয়েছে মেসির। সেই সময়টিও এখনও নির্দিষ্ট নয়।
