সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
MENU
#
তথ্যে রিজওয়ানা, এলজিআরডিতে আদিলুর ও ক্রীড়ায় আসিফ নজরুল
daily-fulki

তথ্যে রিজওয়ানা, এলজিআরডিতে আদিলুর ও ক্রীড়ায় আসিফ নজরুল


স্টাফ রিপোর্টার : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করায় ফাঁকা হওয়া তিন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করা হয়েছে। পুরনো তিন উপদেষ্টার মাঝে দায়িত্ব বণ্টন করে আজ বৃহস্পতিবার গেজেট প্রকাশ করা হয়েছে। এছাড়া পৃথক এক গেজেটে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

প্রকাশিত গেজেট অনুযায়ী, অতিরিক্ত দায়িত্ব হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ নজরুল এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আদিলুর রহমান।

এর আগে গতকাল বুধবার পদত্যাগ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। এর মধ্যে আসিফ মাহমুদ ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। আর মাহফুজ আলম ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে।

প্রসঙ্গত, অতিরিক্ত দায়িত্ব পাওয়া উপদেষ্টাদের মধ্যে আসিফ নজরুল আগে থেকেই আইন, বিচার ও সংসদবিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। এছাড়া আদিলুর রহমান শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।
 

সর্বাধিক পঠিত