শুক্রবার, 12 ডিসেম্বর 2025
MENU
#
সাভারে নিষিদ্ধ পিরানহা জাটকা ও জেলি যুক্ত চিংড়ি জব্ধ
daily-fulki

সাভারে নিষিদ্ধ পিরানহা জাটকা ও জেলি যুক্ত চিংড়ি জব্ধ


স্টাফ রিপোর্টার :সাভারে হাট বাজারে দেদারছে বিক্রয় হচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ,জাটকা ইলিশ ও জেলি যুক্ত পুশ চিংড়ি মাছ। এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সাভার পৌর এলাকার উলাইলে পাইকারি বাজারে অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অফিস।

সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন ও মৎস্য কর্মকর্তা শবনব মুশতারীর নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় ভাই ভাই মৎস্য আড়ৎ হতে ১’শ কেজি  পিরানহা মাছ, ৪০ কেজি জাটকা ও ৩০ কেজি জেলি যুক্ত পুশ চিংড়ি জব্ধ করা হয়। 

বাজারের একাধিক ব্যবসায়ি ও ক্রেতা সাধারন জানান অভিযানের বিষয়টি টের পেয়ে মৎস্য আড়ৎদার এবং বাজার কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকসহ বেশ কয়েক আড়ৎদার পালিয়ে যায়। মৎস্য কর্মকর্তা শবনব মুশতারী জানান।

জব্ধকৃত জেলি যুক্ত চিংড়ি ও পিরানহা মাছ বিনষ্ট করে দেয়া হয়েছে এবং জাটকা ইলিশ মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়েছে। 

সর্বাধিক পঠিত