সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
MENU
#
রাজধানীতে ১৯ দিন বন্ধ থাকবে ইন্দোনেশিয়ার ভিসা কার্যক্রম
daily-fulki

রাজধানীতে ১৯ দিন বন্ধ থাকবে ইন্দোনেশিয়ার ভিসা কার্যক্রম

বছর শেষের প্রশাসনিক কাজের কারণে ঢাকায় ১৯ দিন ভিসা সেবা বন্ধ রাখবে ইন্দোনেশিয়ার দূতাবাস। আগামী ১৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত ভিসা গ্রহণ ও জমা দেওয়ার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দূতাবাস।

এতে উল্লেখ করা হয়, আগামী ১৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি সময়ের মধ্যে কোনও ভিসা আবেদন জমা নেওয়া হবে না এবং নতুন ভিসা প্রসেসিংও করা হবে না। ১৪ ডিসেম্বরের আগে যারা ভিসার জন্য আবেদন করেছেন তারা পূর্বনির্ধারিত তারিখে পাসপোর্ট বা ভিসা সংগ্রহ করতে পারবেন।

আগামী ৪ জানুয়ারি থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে ভিসা আবেদন জমা ও প্রয়োজনীয় কাগজপত্র জমা নেওয়া হ‌বে। 

সর্বাধিক পঠিত