শুক্রবার, 12 ডিসেম্বর 2025
MENU
#
দেশের রিজার্ভ বেড়ে ৩১.৮৯ বিলিয়ন ডলার
daily-fulki

দেশের রিজার্ভ বেড়ে ৩১.৮৯ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩১৮৯০ দশমিক ০৭ মিলিয়ন ডলার—অর্থাৎ ৩১ দশমিক ৮৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ১০ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১৮৯০ দশমিক ০৭ মিলিয়ন ডলারে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মানদণ্ড বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২৭২২৪ দশমিক ৪২ মিলিয়ন ডলার।

 

 

এর আগে ১ ডিসেম্বর গ্রস রিজার্ভ ছিল ৩১২০৫ দশমিক ৬৪ মিলিয়ন ডলার এবং আইএমএফের বিপিএম-৬ মানদণ্ডে রিজার্ভ ছিল ২৬৫১০ দশমিক ৬৪ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, নিট রিজার্ভ নির্ধারণ করা হয় আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিলেই নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ নির্ণয় করা হয়।


 

সর্বাধিক পঠিত