মাসুম বাদশাহ, মানিকগঞ্জ : মানিকগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামের প্রার্থী মুহাম্মদ জাহিদুল রহমানকে নিয়ে “জনপ্রতিনিধির কাছে জনতার প্রত্যাশা” শীর্ষক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে। জনসমাগমে ভরপুর এ আয়োজনে তিনি জনগণের সরাসরি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়ন নিয়ে তার সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠান শুরুর আগে দাঁড়িপাল্লা প্রতীকের এ প্রার্থী জানান, তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে হেমায়েতপুর–সিংগাইর–মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ককে দুই লেন থেকে চার লেনে উন্নীত করবেন। একই সঙ্গে কৃষি-ভিত্তিক ইপিজেড স্থাপন, আধুনিক ক্রিকেট একাডেমি নির্মাণ এবং ঢাকার নিকটবর্তী হওয়ায় সিংগাইরকে উপশহর হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন।
তিনি আরও বলেন, পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হরিরামপুর উপজেলাকে স্থায়ীভাবে রক্ষার জন্য শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ তার অগ্রাধিকার হবে। এছাড়া বেকারত্ব দূরীকরণ এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা বাড়াতে সিংগাইরে একটি টেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে দক্ষ চারজন বিশেষজ্ঞ এবং একজন মিডিয়া কর্মী উপস্থিত থেকে জনতার প্রশ্নের উত্তর দেন। স্থানীয় সাধারণ মানুষ ছাড়াও জামায়াতে ইসলামের নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।
জনগণের সরব উপস্থিতি ও প্রাণবন্ত আলোচনায় পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।
