আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের নাল্লাপোল্লা এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় এ কর্মসূচি উদ্বোধন করেন ঢাকা-১৯ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা মো: আফজাল হোসাইন।
এসময় মাওলানা আফজাল হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধ কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, এটি সামাজিক উদ্যোগ। জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণই ডেঙ্গু নিয়ন্ত্রণের সবচেয়ে শক্তিশালী উপায়।
তিনি আরও বলেন, এলাকার মানুষের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়তে এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে।
