ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে কুল্লা ইউনিয়নের আড়ালিয়া এলাকায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের মালিকানাধীন একটি পুকুর থেকে তন্ময় দাস (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত তন্ময় গাজীপুরের পুবাইল এলাকায় তপন দাসের ছেলে। তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নার্সের দায়িত্ব পালন করতেন। বুধবার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে তন্ময় দাস, সানি হোসেন (উন্¥ুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী) ও আদনান হোসেন (স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থ)সহ তিন বন্ধু মিলে একটি গিটার নিয়ে সাভার থেকে ধামরাইয়ের আড়ালিয়া এলাকায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের মালিকানাধীন প্রকল্পে যায়। সেখানে একটি পুকুর পারে গিটার বাজানোর সময় তন্ময় পুকুরে নেমে সাঁতার কাটতে গিয়ে তলিয়ে যায়।
সানি ও আদনান জানান, তারা সাঁতার জানে বিধায় চিৎকার চেচামেচি করে আশেপাশের লোকজন ডেকে আনি। এরপর তারা তন্ময়কে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ধামরাই থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান বলেন, লাশের গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তবে বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।
