বুধবার, 30 জুলাই 2025
MENU
daily-fulki

গোপালগঞ্জে রাত ৮টা থেকে কারফিউ জারি

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনী ও এনসিপির কর্মসূচিতে হামলাকারীদের মধ্যে সংঘর্ষের জেরে কারফিউ জারির ঘোষণা দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, বুধবার ৮টা হতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।

এর আগে দুপুরে জেলাটিতে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। এতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠেছে। পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও।

এদিকে প্রেস উইংয়ের পৃথক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় জড়িতদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। অন্তর্বর্তী সরকার এটি স্পষ্ট করতে চায় যে, দেশে কোন ধরনের সহিংসতার স্থান নেই। 


News Writer

SB

সর্বাধিক পঠিত