সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
MENU
#
আগামী নির্বাচন একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ : প্রধান উপদেষ্টা
daily-fulki

আগামী নির্বাচন একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ : প্রধান উপদেষ্টা

 

স্টাফ রিপোর্টার : আগামী জাতীয় নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনেরমাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।তিনি গণ-অভ্যুত্থান পরবর্তীআগামী নির্বাচনকে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবে উল্লেখ করেন।

সারাদেশেরউপজেলানির্বাহী অফিসারদের (ইউএনও) সঙ্গেভিডিওকনফারেন্সের মাধ্যমে নির্বাচন প্রস্তুতি বিষয়েদিকনির্দেশনা দানকালে প্রধানউপদেষ্টা একথাবলেন।সবজেলাপ্রশাসক, বিভাগীয় কমিশনার এবংমন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাগণ এসময়অনলাইনে যুক্তছিলেন।

প্রধানউপদেষ্টা ইউএনওদের উদ্দেশে বলেন, ‘ইতিহাসআমাদেরনতুনকরেএকটিসুযোগদিয়েছে। অন্যজেনারেশন এইসুযোগপাবেনা।এইসুযোগকে কাজেলাগাতেপারলেআমরানতুনবাংলাদেশ গড়তেপারব, আরযদিনাপারিতাহলেজাতিমুখথুবড়েপড়বে।’

প্রধানউপদেষ্টা বলেন, ‘এরআগেওআমরানির্বাচন দেখেছি।

বিগতআমলেযেনির্বাচনগুলো হয়েছে, যেকোনোসুস্থমানুষবলবে—এটা নির্বাচন নয়, প্রতারণা হয়েছে।’

তিনিবলেন, ‘আগামীনির্বাচন অন্যান্য দায়িত্বের মতোনয়; বরংএকটিঐতিহাসিক দায়িত্ব। আমরাযদিভালোভাবে এইদায়িত্বটি পালনকরতেপারি, তাহলেআগামীনির্বাচনের দিনটিজনগণেরজন্যওঐতিহাসিক হবে।’

উপজেলানির্বাহী অফিসারদের উদ্দেশে প্রধানউপদেষ্টা বলেন, ‘আপনারাযদিসঠিকভাবে দায়িত্ব পালনকরেনতাহলেইসরকারতারদায়িত্বটি সফলভাবে পালনকরতেসক্ষমহবে।

আগামীনির্বাচন ওগণভোটদুটিইজাতিরজন্যঅত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখকরেতিনিবলেন, ‘নির্বাচন আগামীপাঁচবছরেরজন্য, আরগণভোটশতবছরেরজন্য ‘ গণভোটসম্পর্কে তিনিবলেন, ‘এরমাধ্যমে আমরাবাংলাদেশটাকে স্থায়ীভাবে পাল্টেদিতেপারি।যেনতুনবাংলাদেশ আমরাতৈরিকরতেচাই, তারভিতটাএরমাধ্যমে গড়তেপারি।’

সদ্যযোগদানকরাইউএনওদের উদ্দেশে প্রধানউপদেষ্টা বলেন, ‘আপনাদের প্রধানদায়িত্ব হলোএকটিশান্তিপূর্ণ ওআনন্দমুখর নির্বাচন আয়োজনকরা।’ তিনিইউএনওদের নিজনিজএলাকারসবপোলিংস্টেশনপরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট সবপক্ষ, এলাকাবাসী এবংসহকর্মীদের সঙ্গেআলোচনাকরেএকটিসুন্দরনির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়ারপরামর্শ দেন।

গণভোটবিষয়েভোটারদের সচেতনকরারওপরগুরুত্বারোপ করেতিনিবলেন, “ভোটারদের বোঝাতেহবেযেআপনারামনঠিককরেআসুন—‘হ্যাঁ’-তে দেবেননাকি ‘না’-তে ভোট দেবেন—মন ঠিক করেআসুন।

প্রধানউপদেষ্টা কর্মকর্তাদের ধাত্রীর সঙ্গেতুলনাকরেবলেন, ‘ধাত্রীভালোহলেজন্মনেওয়াশিশুওভালোহয়।’ তিনিকর্মকর্তাদের যেকোনোপরিস্থিতি মোকাবেলায় সৃজনশীল হওয়ারপাশাপাশি অপতথ্যওগুজবপ্রতিরোধে ব্যবস্থা নেওয়ারনির্দেশনা দেন।

নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার প্রদানের ওপরগুরুত্ব দিয়েতিনিবলেন, ‘নারীরাযেনঠিকভাবে ভোটকেন্দ্রে আসতেপারেন, তানিশ্চিত করতেহবে।’

শিগগিরই নির্বাচনের তফসিলঘোষণাহবেউল্লেখকরেপ্রধানউপদেষ্টা ড. ইউনূসইউএনওদের উদ্দেশে বলেন, ‘নির্বাচন সম্পন্ন হওয়াপর্যন্ত কখন, কিভাবে, কোনকাজটিকরবেন—তার পরিকল্পনা ওপ্রস্তুতি এখনথেকেইনিন।’

অনুষ্ঠানে প্রধানউপদেষ্টার মুখ্যসচিবএমসিরাজউদ্দিনমিয়া, মন্ত্রিপরিষদ সচিবড. শেখআব্দুররশীদ, প্রধানউপদেষ্টার প্রেসসচিব মোহাম্মদ শফিকুলআলমএবংজনপ্রশাসন সচিবমো. এহছানুল হকসহঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত