বুধবার, 30 জুলাই 2025
MENU
daily-fulki

ধামরাইয়ে চাঁদাবাজির মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার


ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে চাঁদাবাজির মামলায় ইউপি সদস্য মোঃ মোতালেব হোসেন (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩জনের নাম উল্লেখ্য করে ১০/১২ জনের নাম অজ্ঞাত দিয়ে মামলা করেন।

বুধবার (১৬ জুলাই) সকালে তাকে জেল হাজতে প্রেরণ করেছেন পুলিশ। এর আগে (১৫ জুলাই) দিনগত রাতে পুলিশ অভিযান চালিয়ে সূয়াপুর ইউনিয়নের শিয়ালকুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম।

ইউপি সদস্য মোতালেব হোসেন উপজেলার সূয়াপুর ইউনিয়নের শিয়ালকুল এলাকার মৃত শুকরা মাঝির ছেলে।

এ মামলার আসামিরা হলেন, সূয়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজ রহমান শিমুল, ইউপি সদস্য মোঃ মোতালেব হোসেন ও মোঃ শাহীনসহ ১০/১২ জন অজ্ঞাত । তারা সবায় সবায় সূয়াপুর ইউনিয়নের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, সূয়াপুর ইউনিয়নের দেলধা গ্রামের মজিবর রহমান দেলধা মৌজায় সরকারী ৬৩ শতাংশ জমি লিজ নিয়ে ভোগদখলে করে আসছে। গত ২৭ জানুয়ারী সেই জমিতে মাহফুজ রহমান শিমুল রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে তার লোকজন নিয়ে জমিতে গিয়ে সাইনেবাড লাগিয়ে ৫লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু মজিবর তাদের চাঁদা দিতে অস্বীকার করলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এছাড়া এলাকার বিভিন্ন মানুষের জমি কেনাবেচা ও ভবন নির্মাণ এবং সাধারণ মানুষদের রাজনৈতিক মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায়সহ চাঁদা দাবি করেন তারা। তাদের ভয়ে কেউ মামলা করতে সাহস পায় না।

এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, সূয়াপুর এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিমুল ও ইউপি সদস্য মোতালেব এবং শাহীন সাধারণ মানুষের কাছে বিভিন্ন সময়ে চাঁদা দাবি করে আসছে। তার আলোকে থানায় একটি মামলা হয়। সেই মামলায় আসামি সূয়াপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোতালেবকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

 

 


News Writer

SB

সর্বাধিক পঠিত