স্টাফ রিপোর্টার : দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নেতৃত্বে দুদক ঢাকা বিভাগীয় কার্যালয় এবং সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ ও ২ কেন্দ্রীয়ভাবে মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবসটি পালিত ও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। ঢাকা মহানগরের ০৮টি দুর্নীতি প্রতিরোধ কমিটি কেন্দ্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এবং সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’।
তারই ধারাবাহিকতায় দুদক নির্দেশিতভাবে মাঠ পর্যায়ে সাভারসহ দেশের মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি নিজ নিজ অধিক্ষেত্রে জিও, এনজিওসহ সকল শ্রেণি-পেশার নাগরিকদের অংশগ্রহণে সুন্দর ও সার্থকভাবে দিবসটি পালিত হয়।
সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (৯ ডিসেম্বর) ‘‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস’’ উপলক্ষে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন, গ্যাস বেলুন উড়িয়ে অনুষ্ঠানটি উদ্ধোধন ঘোষণা, মানববন্ধন, র্যালি এবং দুর্নীতি দমন ও প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ¦ শওকত আলী মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ সালাহউদ্দিন খান নঈম। অনুষ্ঠানে সাভার উপজেলা সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
