বুধবার, 30 জুলাই 2025
MENU
daily-fulki

আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১০ চাঁদাবাজ গ্রেফতার


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় ফুটপাতে ফলের দোকানে চাঁদাবাজির সময় সাতজনসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাসহ তিনজনকে পৃথক চাঁদাবাজির মামলায় গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।


বুধবার (১৬ জুলাই) দুপুরে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর এসব তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- চাঁদপুরের হাইমচর থানার চরকৃষ্ণপুর গ্রামের আ: হাকিমের ছেলে মো: নাসির উদ্দিন (৩৩), নেত্রকোণার কেন্দুয়া থানার আমতলা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে রাজিব (২৬), খুলনার রূপসা থানার আইচগাতী সাহাবাড়ী গ্রামের পরলোকগত নারায়ণ দের ছেলে বাবু শ্রী শংকর দে (৪৭), পাবনার আতাইকুল থানার চমরপুর গ্রামের মরহুম নূর মোহাম্মদের ছেলে হান্নান প্রামানিক (৪২), নীলফামারীর জলঢাকা থানার তালুক গোলনা গ্রামের মরহুম আলিয়ার রহমানের ছেলে মো: সুমন ইসলাম (১৯), সাভারের পাঁচ বনগ্রাম গ্রামের আ: কাদেরের ছেলে মো: আল ইসলাম (২২) ও নরসিংদী জেলা সদরের পাঁচদোনা নেহামো গ্রামের মো: মনির হোসেনের ছেলে মো: ইসমাইল হোসেন বাবু (২১)।
অপর একটি চাঁদাবাজির মামলায় আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকার মরহুম আহসান উল্লাহ ভাসানীর ছেলে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো: হালিম বাবুকে গ্রেফতার করা হয়। এছাড়া রবিউল আউয়াল (১৯) ও মো: আব্দুল আউয়াল বাবলু (২২) নামে আরো দুই চাঁদাবাজকে গ্রেফতার করা হয়।


মামলার এজাহার সূত্রে জানা যায়, জাতীয় স্মৃতিসৌধের পাশে ফুটওভার ব্রিজের নিচে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেনের ফুটপাতে ফলের দোকান করছিলেন রাসেল হোসেন। গ্রেফতার ব্যক্তিরা গতকাল রাতে সেই দোকানে গিয়ে চাকু ও খুরসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে মহড়া প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি করে। পরে ফল বিক্রেতাকে খুর দিয়া হত্যা ও জখমের ভয়ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে স্বীকার করায় রাসেলের পকেট থেকে ফল বিক্রির ৭ হাজার ৭০০ টাকা ও একটি মোবাইলফোন ছিনিয়ে নেয় তারা। পরে আশপাশের লোকজন থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে সাতজনকে গ্রেফতার করে পুলিশ।


পুলিশ জানায়, মঙ্গলবার রাতে আশুলিয়ার নবীনগর এলাকায় মহাসড়কের পাশের ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে সাতজনকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে ভয় দেখিয়ে সড়কের পাশের বিভিন্ন দোকান থেকে চাঁদা আদায় করতো। এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায় বাবদ প্রায় সাত হাজার টাকা উদ্ধার করা হয়।


এদিকে গত ২৩ এপ্রিল মোহাম্মদ আলী আকবর হোসেন নামে এক ইলেক্ট্রিক কন্ট্রাক্টরকে কৌশলে জঙ্গলে নিয়ে নগদ টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেয়াসহ আট হাজার টাকা মুক্তিপণ আদায়ের মামলায় স্বেচ্ছাসেবক দলের ঢাকা জেলা কমিটির সদস্য মো: হালিম বাবু ওরফে দয়ালকে গ্রেফতার করে পুলিশ।


ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবীর জানান, গত ২৪ ঘণ্টায় আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

 


News Writer

SB

সর্বাধিক পঠিত