সিংগাইর (মানিকগঞ্জ) থেকে : ওষুধ শিল্পের সহযোগী প্রতিষ্ঠান দি প্লাস্টিসিটি-এর উদ্যোগে বিদেশে চিকিৎসাধীন দি একমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি, রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা-এর দ্রুত আরোগ্য কামনায় কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাদ যোহর মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের শায়েখ আহমদ শফি (রহ.) মাদ্রাসা (নয়াপাড়া মাদ্রাসা) প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দি প্লাস্টিসিটির চেয়ারম্যান আব্দুস সামাদ মিয়া, মাদ্রাসার শিক্ষক–শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিল শেষে তাঁর দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু, আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত হওয়া এবং নির্বাচনী এলাকার অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করার তৌফিক কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জায়গীর দরবার শরীফের পীর সাহেব মাওলানা দ্বীন মোহাম্মদ।
দোয়া শেষে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সকল অতিথির মাঝে খাবার বিতরণ করা হয়।
উল্লেখ্য, মিজানুর রহমান সিনহা বাংলাদেশের একজন পরিচিত শিল্পপতি ও সাবেক প্রতিমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী। এর আগেও তিনি একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
তৎকালীন সময় থেকে বর্তমান পর্যন্ত তিনি মুন্সীগঞ্জ-২ আসনে সড়ক অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন, যা এখনো স্থানীয়ভাবে প্রশংসিত। পরে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন।
