রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
MENU
#
সাভারে ১৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তা
daily-fulki

সাভারে ১৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তা


আশুলিয়া প্রতিনিধি : সাভারে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।
এর আগে সোমবার রাত ৯টার দিকে সাভারের পশ্চিম রাজাশন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলো- রাজবাড়ী জেলার কালুখালি থানার পারকুলা এলাকার সুলতান শেখের ছেলে ইসমাইল (২৭) ও আশুলিয়ার গেরুয়া এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ শরীফ (৩৮)। সুলতান শেখ বর্তমানে আশুলিয়ার ইসলামনগর এলাকায় থাকতো বলে জানা যায়।


ডিবি পুলিশ জানায়, সোমবার রাত ৯টারদিকে গোপন সাংবাদের ভিত্তিতে জানতে পারি, সাভারের পশ্চিম রাজাশন এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল। এ সময় তাদের হেফাজত থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, উক্ত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বাধিক পঠিত