বুধবার, 30 জুলাই 2025
MENU
daily-fulki

আশুলিয়ায় গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক ব্লকেড


স্টাফ রিপোর্টার : আশুলিয়ার নবীনগর-চন্দ্রা ও ঢাকা-আরিচা মহাসড়ক গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ব্লকেড করেছে দলটির নেতাকর্মী ও সাধারণ জনতা।


বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী বাজার এলাকা এবং ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড এলাকা ব্লকেড করেন তারা।


জানা যায়, গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সারাদেশের মতো নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী বাজার এলাকায় এনসিপির কেন্দ্রীয় সদস্য আসাদুল ইসলাম মুকুলের নেতৃত্বে ব্লকেড করা হয়। এতে ওই মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীসহ সাধারণ মানুষ। পরে বিকেল পৌনে ৬টার দিকে তারা ময়াসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।


ব্লকেডের সময় উপস্থিত ছিলেন ছাত্র সমাজের সদস্য সচিব ফরিদ আহমেদ সোহাগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাভার উপজেলার যুগ্ম-আহ্বায়ক লিখন, আদিল ও আপনসহ দুই শ’র বেশি নেতাকর্মী।


এদিকে, একই কারণে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড এলাকা ব্লকেড করা হয়।


 


News Writer

SB

সর্বাধিক পঠিত