শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
MENU
#
ওমরাহ পালন করতে ঢাকা ছাড়লেন ওমর সানী
daily-fulki

ওমরাহ পালন করতে ঢাকা ছাড়লেন ওমর সানী

ঢালিউডের নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। সামাজিকমাধ্যমে বেশ সরব তিনি। নিজের কাজসহ নানা ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন তিনি। যা নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন এই চিত্রতারকা। 

এবার ব্যস্ততা সরিয়ে পবিত্র মক্কার পথে পা বাড়ালেন ওমরাহ পালন করতে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টের এ খবরে ভক্তদের চমকে দেন তিনি।

 

এই অভিনেতার প্রকাশিত পোস্ট থেকে জানা যায়, সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতের ফ্লাইটে বাংলাদেশ বিমানে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়েন নায়ক। প্রায় দেড় মিনিটের একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি জানান, পুরো টিম নিয়ে ওমরাহ পালনে সৌদি আরবের উদ্দেশে রওনা হচ্ছেন।

ওমর সানী বলেন, নবীর দেশ, মানবদেহের অক্সিজেনের দেশ হচ্ছে সৌদি আরব। সেখানে পুরো টিম নিয়ে ওমরাহ পালনের জন্য যাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ওমরাহ কবুল করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে খুব শিগগিরই যেন আবার ফিরে আসতে পারি, আপনারা সবাই দোয়া করবেন। রেখে গেলাম বাংলাদেশকে। ফিরে পেতে চাই বাংলাদেশকে। ভালো থাকবেন সবাই।

সর্বাধিক পঠিত