স্টাফ রিপোর্টার : সাভারে পৃথক অভিযান চালিয়ে ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার আসামি ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপন সংবাদে মঙ্গলবার রাতে বাজার রোড থেকে জীবনকে এবং আশুলিয়ার শিমুলিয়া এলাকা থেকে সোহরাবকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন-সাভার উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর এলাকার উত্তরপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে জীবন রহমান (২৮) এবং আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও শিমুলিয়া ইউনিয়নের কলতাসুতি এলাকার কফিলউদ্দিনের ছেলে সোহরাব হোসেন (৩৭)।
সাভার মডেল থানার এএসআই আব্দুস সাত্তার বলেন, “জীবনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। সে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিল।”
আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, “রাতে আশুলিয়ার শিমুলিয়া এলাকা থেকে সোহরাবকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যার একাধিক মামলা রয়েছে। সে র্দীঘদিন আত্মগোপনে ছিল।” গ্রেপ্তারদের বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।