শুক্রবার, 12 ডিসেম্বর 2025
MENU
#
মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ফটোগ্রাফি নিষিদ্ধ—সোশ্যাল মিডিয়ার গুজব
daily-fulki

মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ফটোগ্রাফি নিষিদ্ধ—সোশ্যাল মিডিয়ার গুজব

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজবে বলা হচ্ছে, আসন্ন হজ–২০২৬ মৌসুমে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে সম্পূর্ণভাবে ফটোগ্রাফি নিষিদ্ধ করা হয়েছে। তবে সৌদি সরকারের কোনো দপ্তর এমন সিদ্ধান্তের ঘোষণা দেয়নি। সংশ্লিষ্ট সব অফিসিয়াল সূত্র নিশ্চিত করেছে—এ ধরনের দাবি পুরোপুরি মিথ্যা।

সাম্প্রতিক সপ্তাহে কিছু সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে ছড়ানো পোস্টে দাবি করা হয়, ভিড় কমানোর স্বার্থে হজ মৌসুমে মোবাইল ফোনসহ সকল প্রকার ছবি ও ভিডিও ধারণ নিষিদ্ধ করা হবে। কিন্তু সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় কিংবা সরকারের অন্য কোনো সংস্থা এই তথ্য প্রকাশ বা সমর্থন করেনি। 

 

দ্যা ইসমালিক ইনফরমেশন এই বিষয়ে ফ্যাক্ট চেক করে জানিয়েছে, পবিত্র দুই মসজিদে ফটোগ্রাফি সংক্রান্ত কোনো নতুন নীতিমালা চালু হয়নি। আগের নিয়মই বহাল আছে।  কর্তৃপক্ষ জানিয়েছে, হজ ও রমজান মৌসুম ঘিরে প্রায়ই এ ধরনের ভুল তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং যাচাই–বাছাই ছাড়াই দ্রুত জনপ্রিয় হয়ে যায়।

সর্বাধিক পঠিত