রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
MENU
#
সাভারে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
daily-fulki

সাভারে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার


আশুলিয়া প্রতিনিধি : সাভারে অভিযান চালিয়ে গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল। এ সময় তার হেফাজত থেকে ৫০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


সোমবার (০৮ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।


এর আগে রবিবার রাত সাড়ে ১০টার দিকে সাভারের বলিয়ারপুর হাঙ্গাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারির নাম- মুক্তা বেগম (৪৫), তিনি বলিয়ারপুর হাঙ্গাইল ব্রিজ এলাকার মোঃ আলমের স্ত্রী।


ডিবি পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সাভারের বলিয়ারপুর হাঙ্গাইল এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে । পরে এমন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই আব্দুস সালাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করে। পরে তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।
 

সর্বাধিক পঠিত