পিছিয়েও পড়েও ঘুরে দাঁড়ানোর কৌশল ভালোই জানে শ্রীলঙ্কা। তাদের কোচ সনাথ জয়াসুরিয়া গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তেমনই ইঙ্গিত দেন।
ডাম্বুলায় হারের পর টি২০ সিরিজ জেতা সম্ভব কিনা জানতে চাওয়া হলে লঙ্কান কোচ বলেন, ‘আমরা প্রথম ওয়ানডে ম্যাচ জিতে দ্বিতীয়টি হেরে গিয়েছিলাম। শেষ ম্যাচে আবার ফিরে এসেছি। আমরা সব সময় এগিয়ে ছিলাম। দ্বিতীয় ওয়ানডেতে পিছিয়ে ছিলাম। ক্যান্ডিতে কুশল মেন্ডিস ও চারিথ আসালঙ্কা ভালো ব্যাটিং করায় বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেওয়া গেছে। এটা ভুলে গেলে চলবে না।’
ডাম্বুলায় ৯৪ রানে অলআউট হলেও জয়াসুরিয়া ব্যাটারদের পক্ষে ঢাল হয়ে দাঁড়ান, ‘শীর্ষ তিন ব্যাটারের যে কোনো একজনকে অন্তত ১৫ ওভার টিকে থাকতে হতো, যেটা শেষ ম্যাচে হয়নি। খেলোয়াড়রা জানে এই ম্যাচে তাদের কাছ থেকে কী প্রত্যাশা করা হচ্ছে।’
এই ভেন্যুতেই নিদাহাস ট্রফিতে লঙ্কান ২১৪ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। জয়াসুরিয়া নিখুঁত ব্যাটিং উইকেট আশা করছেন, ‘এই সিরিজের জন্য ভালো ব্যাটিং উইকেট চাওয়া হয়েছিল। কাল (আজ) ব্যাটিং ট্র্যাকই হবে এখনই তা বলা সম্ভব না। তবে দেশে খেলার সুবিধা কাজে লাগাতে ব্যাটিং উইকেট হবে আশা করি।’
জয়াসুরিয়া জানেন বাংলাদেশের বোলিং বেশ ভালো। স্পোর্টিং কন্ডিশন পেলে তারা প্রতিপক্ষকে কম রানে বেঁধে ফেলতে পারে। তাই উইকেটে কাটা ঘাস ছিটিয়ে রোল করা হয়েছে। এ ধরনের উইকেটে বোলারদের জন্য খুব বেশি সুবিধা থাকে না। জয়াসুরিয়ার চাওয়া অনুযায়ী উইকেট হলে বাংলাদেশকে ২০০ রান করা বা তাড়া করার মানসিকতা নিয়ে খেলতে হবে।