স্টাফ রিপোর্টার : আশুলিয়ায় পিকনিকের কথা বলে ডেকে নিয়ে গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের মামলায় সহপাঠী দেলোয়ার ভূঁইয়াকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (৭ ডিসেম্বর) বিকালে ঢাকার অ্যাডিশনাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান তার রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই বিশ্বজিৎ দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত বৃহস্পতিবার ওই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী তাজুল ইসলাম তাজ ও শ্রাবণ সাহা উৎসকে তিন দিন এবং অন্তু দেওয়ানকে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়। এদের মধ্যে অন্তু দেওয়ান ক্যাম্পাসে সিনিয়র। অপর তিন আসামি ভুক্তভোগীর সহপাঠী।
নয় মাস আগের ঘটনায় গত ২ ডিসেম্বর করা মামলায় তাদের বিরুদ্ধে পিকনিকের নামে ডেকে নিয়ে গিয়ে কোমল পানীয়ের সঙ্গে চেতনানাশক পান করিয়ে অচেতন করে ধর্ষণ ছাড়াও ভিডিও ধারণ এবং তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় ও মারধরের অভিযোগ আনা হয়েছে। মামলার পর বুধবার আশুলিয়ার ফুলেরটেক এলাকার একটি মেস থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। রবিবার শুনানিকালে দেলোয়ারকে আদালতে হাজির করা হয়।
বাদীপক্ষের আইনজীবী এস এইচ কৃষ্ণ বলেছেন, আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আমরা বাদীপক্ষ রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করি। আদালত রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে তাকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন।
মামলায় অভিযোগ করা হয়, গত ৭ এপ্রিল বেলা ১১টারদিকে পিকনিকে নিয়ে যাওয়ার কথা বলে ওই ছাত্রীকে আশুলিয়ার ফুলেরটেক এলাকায় নিয়ে যায় তার সহপাঠীরা। পথিমধ্যে কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক ওষুধ খওয়ালে কিছুক্ষণ পর অচেতন হয়ে যান ভুক্তভোগী শিক্ষার্থী। ওইদিন বিকাল ৫টার দিকে জ্ঞান ফিরলে আসামিদের ফুলেরটেকের মেছে নিজেকে দেখতে পান ভুক্তভোগী। তখন বুঝতে পারেন তার সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা হয়েছে। এসময় ওই শিক্ষার্থী চিৎকার শুরু করলে আসামিরা ধারণ করা ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়াসহ এসিড দিয়ে মুখ ঝলসে দেওয়ার হুমকি দেয়।
