গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ঘরের মাঠেই ৩-০ ব্যবধানে লজ্জাজনকভাবে হোয়াইটওয়াশ হওয়ার পর আর চুপ করে বসে থাকেনি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। ঐতিহ্য হারানো ক্যারিবিয়ান ক্রিকেটকে ঘুরে দাঁড় করাতে ডাকা হয়েছে এক জরুরি বৈঠক। এতে বোর্ড কর্তাদের পাশাপাশি যুক্ত হয়েছেন কিংবদন্তি তিন ক্রিকেটার ক্লাইভ লয়েড, ভিভিয়ান রিচার্ডস ও ব্রায়ান লারা।
‘ক্রিকেট স্ট্র্যাটেজি অ্যান্ড অফিসিয়েটিং কমিটি’ নামে গঠিত বিশেষ এই কমিটিতে আরও থাকছেন সাবেক তারকা শিবনারায়ন চন্দরপল, ডেসমন্ড হেইন্স ও ইয়ান ব্র্যাডশ। বোর্ড জানিয়েছে, সাম্প্রতিক ব্যর্থতা খুবই হতাশাজনক, তাই এ থেকেই ঘুরে দাঁড়ানোর পথ খুঁজতেই এই উদ্যোগ।
তাদের হতাশার কারণও পরিষ্কার। জ্যামাইকায় সিরিজের শেষ টেস্টে মাত্র ২৭ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ২০৪ রানের লক্ষ্য তাড়ায় এই স্কোর টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় ইনিংস। মাত্র ১৪.৩ ওভারেই গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা। দলের সাত ব্যাটার ফেরেন শূন্য রানে।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি ড. কিশোর শ্যালো বলেন, এমন দুঃখজনক পরাজয়ের পর পুরো ক্যারিবীয় অঞ্চলের ক্রিকেটপ্রেমীদের সামনে একাধিক নির্ঘুম রাত অপেক্ষা করছে। খেলোয়াড়দেরও একই অবস্থা। আমরা পুনর্গঠনের পর্যায়ে আছি। পরবর্তী প্রজন্মের ওপর বিনিয়োগ করছি এবং সেই চেতনাকে পুনরুজ্জীবিত করছি, যা দীর্ঘদিন ধরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে বিশ্বের কাছে একটি পরাশক্তি করে তুলেছে।'
তিনি আরও জানান, কিংবদন্তিদের কেবল পরামর্শদাতার ভূমিকাতেই সীমাবদ্ধ রাখা হবে না। বরং আগামী দিনে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের গঠনমূলক পরিকল্পনায় সক্রিয়ভাবেই কাজ করবেন তারা।
টেস্ট সিরিজ শেষ হলেও চেইজদের সামনে অপেক্ষা করছে আরও চ্যালেঞ্জ। এবার শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপরই ঘরের মাঠে সফর করবে পাকিস্তান। সেই সিরিজগুলোতেই দেখা যেতে পারে ক্যারিবিয়ান ক্রিকেটের পুনর্জাগরণের আভাস।