রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
MENU
#
লটারিতে চট্টগ্রামের ১৫ থানায় ওসি রদবদল
daily-fulki

লটারিতে চট্টগ্রামের ১৫ থানায় ওসি রদবদল


চট্টগ্রাম সংবাদদাতা : লটারিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৫ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি ও পদায়ন করা হয়েছে। শনিবার সিএমপি কমিশনার এক অফিস আদেশে এ রদবদল করেন। সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

অফিস আদেশে উল্লেখ করা হয়, নগরের কোতোয়ালি থানার ওসি মো. আব্দুর রহিমকে পাঁচলাইশ থানায়, পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে বাকলিয়া থানায়, সদরঘাট থানার ওসি মো. আব্দুর রহিমকে বন্দর থানায় বদলি করা হয়।

এছাড়া বাকলিয়া থানার ওসি মো. আফতাব উদ্দিনকে কোতোয়ালী থানায়, বায়েজিদ বোস্তামী থানার ওসি জসিম উদ্দিনকে চান্দগাঁও থানায়,  চান্দগাঁও থানার ওসি মো. জাহেদুল কবিরকে বায়েজিদ বোস্তামী থানায় এবং খুলশী থানার ওসি শহীনুর আলমকে কর্ণফুলী থানায় বদলি করা হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়, ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদকে চকবাজার থানায়, হালিশহর থানার ওসি মুহাম্মদ নুরুল আবছারকে পাহাড়তলী থানায়, আকবরশাহ থানার ওসি মো. আরিফুর রহমানকে সদরঘাট থানায় এবং পাহাড়তলী থানার ওসি মোহাম্মদ জামির হোসেন জিয়াকে ডবলমুরিং থানায় বদলি করা হয়।

অন্যদিকে কর্ণফুলী থানার ওসি মো. জাহেদুল ইসলামকে খুলশী থানায়, বন্দর থানার ওসি মোস্তফা আহম্মেদকে পতেঙ্গা মডেল থানায়, পতেঙ্গা থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীনকে হালিশহর থানায়, ইপিজেড থানার ওসি কামরুজ্জামানকে আকবরশাহ থানায় এবং চকবাজার থানার ওসি শফিকুল ইসলামকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক (সিটিএসবি) পদে সংযুক্ত করা হয়েছে। তবে ইপিজেড থানায় নতুন করে কাউকে পদায়ন করা হয়নি।

সর্বাধিক পঠিত