বৃহস্পতিবার, 31 জুলাই 2025
MENU
daily-fulki

সিরিজ নির্ধারণী ম্যাচে যেমন হতে পারে একাদশ

প্রথম টি-টোয়েন্টিতে চার ওপেনার খেলিয়ে সমালোচনার জন্ম দিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দাপুটে পারফরম্যান্সে সেই বিতর্ক অনেকটাই চাপা পড়ে গেছে। আজ কলম্বোতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে টাইগাররা। লক্ষ্য একটাই, সিরিজ জয় করে হতাশা ভুলে দেশে ফেরা।

ডাম্বুলার ম্যাচে দুর্দান্ত দলীয় পারফরম্যান্সে জয় পাওয়ায় আজকের ম্যাচেও একাদশ অপরিবর্তিত রাখার সম্ভাবনাই বেশি। সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানালেন, ‘এই মুহূর্তে উইনিং কম্বিনেশন ভাঙার কোনো কারণ নেই। আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলেই সিরিজ নিজেদের করতে চাই।’

প্রেমাদাসা স্টেডিয়ামের পিচ কিছুটা স্পিন সহায়ক হলেও লেগ স্পিনার রিশাদ হোসেনকে বাদ দেওয়া কঠিন। কারণ গত ম্যাচে বল হাতে ভালো করেছেন তিনি। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে খেলাতে চাইলে রিশাদকে বাদ দিতে হবে, যা টিম ম্যানেজমেন্টের পক্ষে কঠিন সিদ্ধান্ত।

অলরাউন্ডার হিসেবে মেহেদী হাসান মিরাজের থাকা একপ্রকার নিশ্চিত। তার অফ স্পিনের পাশাপাশি শামীম হোসেন পাটোয়ারীর হাতেও রয়েছে অতিরিক্ত স্পিন বিকল্প। তবে গতকাল প্রেমাদাসায় অনুশীলনে ছিলেন না শামীম। যদি তিনি ফিট না হন, তবে নাঈম শেখের একাদশে ঢোকার সম্ভাবনা বাড়বে।

পেস বিভাগে পরিবর্তনের সম্ভাবনা কম থাকলেও মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় তানজিম হাসান সাকিব সুযোগ পেতে পারেন। পিচে কাটা ঘাস রোল করে দেওয়া হয়েছে, তাই বাড়তি গতি কাজে লাগাতে চান কোচ ফিল সিমন্স।

ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে এখনো বড় ইনিংস আসেনি। তাদের কাছ থেকে পাওয়ার প্লে কাজে লাগানোর প্রত্যাশা রাখছে টিম ম্যানেজমেন্ট। লিটন দাস, তাওহিদ হৃদয় এবং জাকের আলি অনিকের কাছ থেকেও বড় দায়িত্ব পালনের আশা রয়েছে। শেষ ম্যাচে জয় পেলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে আত্মবিশ্বাস নিয়েই দেশে ফিরবে বাংলাদেশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, জাকের আলি অনিক, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারী/নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।


News Writer

SB

সর্বাধিক পঠিত