রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
MENU
#
জামায়াত কল্যাণকামী ইসলামী সমাজ কায়েম করতে চায়: আফজাল হোসাইন
daily-fulki

জামায়াত কল্যাণকামী ইসলামী সমাজ কায়েম করতে চায়: আফজাল হোসাইন

স্টাফ রিপোর্টার : জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারী এবং ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মোঃ আফজাল হোসাইন বলেছেন-বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কল্যাণকামী ইসলামী সমাজ এবং রাষ্ট্র কায়েম করতে চায়। যে সামাজে দুর্নীতি থাকবে না,যে রাষ্ট্রে দুর্নীতি থাকবেনা, স্বজনপ্রীতি থাকবে না,যার যার যোগ্যতা বলে কার্যক্রম পরিচালনা করবে। 


তিনি এসময় বলেন- বিগত সময়ে যারা দেশ পরিচালনা করেছে এদেশের আলেম-ওলামেদের নির্যাতনের মাধ্যমে বছরের পর বছর জেলখানায় আবন্ধ করে রেখেছিল। আয়না ঘরের মতো নির্যাতনের সেল নির্মাণ করে বিরোধী শক্তির জবান কে স্তব্ধ করে দেয়ার চেষ্টা করেছিল। সময়ের ব্যবধানে তারা আজ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।  সাভার পৌর এলাকার বাসস্ট্যান্ড সংলগ্ন মাতৃবাগান মাঠে গতকাল শুক্রবার বিকেলে নির্বাচনী জনসভার প্রধান বক্তার বক্তব্যে মাওলানা মোঃ আফজাল হোসাইন এ সব কথা বলেন। ঢাকা জেলা শাখার সাভার পৌর জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন- জনশক্তি কে মানবস¤পদে পরিনত করা হবে এবং কুরআনের সমাজ গড়ার আহবান জানিয়ে তিনি বলেন- দেশের মানুষের ভোটে জামায়াত আগামীতে সরকার গঠন করলে চাঁদাবাজ, সুদমুক্ত, ঘুষমুক্ত, শিশুবান্ধব সমাজ গড়ে তোলাসহ ক্লিন সিটি, গ্রিন সিটি বানানো হবে। সাভার পৌরসভার আমীর  মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা জামায়াতের আইন বিষয়ক সেক্রেটারী এডভোকেট শহিদুল ইসলাম,সাভার পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ও ঢাকা জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারী হাসান মাহবুব মাস্টার,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যক্ষ লুৎফর রহমান মোল্লা,প্রচার ও মিডিয়া সেক্রেটারী আসাদুজ্জামান জীম,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা জেলা শাখার সভাপতি মোঃ হারুনুর রশীদ। জনসভায় সঞ্চালনায় করেন জামায়াতের পৌরসভা সেক্রেটারী আব্দুল সালাম। 
 

সর্বাধিক পঠিত