শুক্রবার, 12 ডিসেম্বর 2025
MENU
#
মানিকগঞ্জে হেফাজতের মহাসম্মেলনে পাঁচ দফা দাবি মেনে নেয়ার আহবান, অন্যথায় আন্দোলন
daily-fulki

মানিকগঞ্জে হেফাজতের মহাসম্মেলনে পাঁচ দফা দাবি মেনে নেয়ার আহবান, অন্যথায় আন্দোলন

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে কুরআন-সুন্নাহ অবমাননার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আইন পাস, লালনের তিরোধান দিবস বাতিল এবং বাউলদের দায়ের করা মামলা প্রত্যাহারসহ পাঁচ দফা দাবি উত্থাপন করেছে হেফাজতে ইসলাম। এসব দাবিকে কেন্দ্র করে শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায়  বিজয় মেলার মাঠে জেলা হেফাজতে ইসলামের উদ্যোগে অনুষ্ঠিত হয় মহাসম্মেলন।


সম্মেলনের সভাপতিত্ব করেন জেলা হেফাজতের সভাপতি মুফতি শাহ মুহাম্মদ সাঈদ নূর। এতে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলামের নায়েবে আমির ও মধুপুর দরবারের পীর আবদুল হামিদ, মুফতি মাহফুজুল হক, মুফতি রেজওয়ান আশরাফী, মাওলানা মিজানুর রহমান কাসেমী, জেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, বিএনপি নেতা তোফাজ্জল হোসেন তোজা এবং খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ। 


বক্তারা প্রশাসনের মাধ্যমে সারাদেশে বাউল গান নিষিদ্ধ করার দাবি জানান। পাশাপাশি বাউলদের পক্ষ নেয়ার অভিযোগে লেখক ও গবেষক ফরহাদ মাজাহারের গ্রেপ্তার দাবি করা হয়।


সম্মেলনে হেফাজত নেতারা অভিযোগ করেন, তৌহিদী জনতা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেনি; বরং বাউলদের কর্মকাণ্ডেই নানা উত্তেজনা ছড়িয়েছে। তাই তৌহিদী জনতার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো দ্রুত প্রত্যাহারের দাবি জানান তারা।


বক্তারা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হলে শাপলা চত্বরের মতো বৃহৎ গণজমায়েতের মাধ্যমে ‘কঠোর আন্দোলন’ গড়ে তোলা হবে। একই সঙ্গে দেশের প্রতিটি জেলায় একযোগে মহাসম্মেলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সতর্ক করেন নেতারা।
 

সর্বাধিক পঠিত