শনিবার, 6 ডিসেম্বর 2025
MENU
daily-fulki

সাভারে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার


স্টাফ রিপোর্টার : সাভারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ব্যথানাশক ওষুধ ট্যাপেন্টাডলসহ রবিন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার নিকট থেকে ৭০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। মাদকাসক্তরা মূলত নেশাদ্রব্য ইয়াবার বিকল্প হিসেবে এই ট্যাপেন্টাডল ওষুধ সেবন করে।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে সাভারের তেতুলঝোড়া ভরারি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রবিন (২১) গাজীপুর জেলার কাশিমপুর থানার শৈলডুবি এলাকার তমিজ উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি সাভারের তেতুলঝোড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানা যায়।
ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভারের তেতুলঝোড়া ভরারি এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে ৭০০ পিস ট্যাপেন্টাডল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, উক্ত আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।
 

সর্বাধিক পঠিত