মাসুম বাদশাহ, মানিকগঞ্জ : মানিকগঞ্জ-২ আসনে খেলাফত মজলিসের মনোনীত দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাউদ্দিনকে ৮ দলীয় জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন দলের নেতাকর্মীরা।
প্রার্থী ঘোষণার দাবিতে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে সিংগাইর উপজেলা চত্বরে এক সমাবেশ ও ব্যাপক মোটরসাইকেল শোডাউনের আয়োজন করে খেলাফত মজলিস। সমাবেশ শেষে শোডাউনটি নির্বাচনী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। দলীয় নেতাকর্মী ছাড়াও স্থানীয় জনগণও অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য দেন- খেলাফত মজলিসের প্রার্থী মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাউদ্দিন, জুলাই যোদ্ধা ওমর ফারুক, মানিকগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা আশরাফ আলী, সাধারণ সম্পাদক মাওলানা আবু বক্করসহ অনেকে।
বক্তারা বলেন, মুহাদ্দিস সালাউদ্দিন তিন দশক ধরে রাজনীতির সঙ্গে যুক্ত এবং বিগত ১৭ বছর তিনি ‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে’ সক্রিয় ভূমিকা রাখছেন। আন্দোলনে অংশ নেওয়ায় তিনি একাধিক মিথ্যা মামলার হয়রানির শিকার হয়ে কারাভোগও করেছেন। এলাকার যোগ্য ও গ্রহণযোগ্য নেতা হিসেবে তাকে ৮ দলীয় জোটের একমাত্র মনোনয়নের দাবিদার বলে উল্লেখ করেন বক্তারা।
এলাকার সন্তান মুহাদ্দিস সালাউদ্দিনকে জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য সমাবেশ থেকে জোর দাবি জানানো হয়।
