শনিবার, 6 ডিসেম্বর 2025
MENU
daily-fulki

হরিরামপুরে ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর জখম: সাবেক ছাত্রদল নেতা মিরাজ গ্রেপ্তার


মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় এক ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর জখম করার মামলায় সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মিরাজ হোসেন রাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মো. মুজিবুর রহমান। তিনি জানান, গ্রেপ্তারের পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে।


পুলিশ জানায়, গত ২২ নভেম্বর সকালে উপজেলার লেছড়াগঞ্জ বাজারে মালেকের মুদির দোকানে নাস্তা করছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী বিপ্লব হাসান (৩৫)। এ সময় অতর্কিতভাবে তার ওপর হামলা চালায় মিরাজ হোসেন রাজ ও তার সঙ্গে থাকা চঞ্চল মির্জা এবং মিজান। লাঠি ও বাঁশ দিয়ে চালানো এ হামলায় বিপ্লব গুরুতরভাবে আহত হন। পরে তিনি থানায় মামলা দায়ের করেন।


ভুক্তভোগী বিপ্লব হাসান উপজেলার চালা ইউনিয়নের দিয়াপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। অন্যদিকে, গ্রেপ্তার হওয়া মিরাজ হোসেন রাজ একই উপজেলার আন্ধারমানিক গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে। সহযোগী চঞ্চল মির্জা একই গ্রামের আতার মিয়া এবং মিজান ফরিদপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।


এলাকাবাসী সূত্রে জানা যায়, বিপ্লব হাসানের সঙ্গে মিরাজ হোসেন রাজের সাথে তুচ্ছ ঘটনার জের ধরে  বিরোধের সৃষ্টি হয়। সেই জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের দাবি।


মামলা দায়েরের পর পুলিশ অনুসন্ধান চালিয়ে  মিরাজ হোসেন রাজকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।
 

সর্বাধিক পঠিত