স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও সুস্থতা কামনায় বুধবার সাভারের পৌর এলাকার মজিদপুরে একটি মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাভার থানা ও পৌর ছাত্রদল এ দোয়া মাহফিলের আয়োজন করে।
অনুষ্ঠানে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার, পৌর ছাত্রদল নেতা আরমান হোসেন বাবু, মোশারফ হোসেন হিমেল, থানা ছাত্রদল নেতা মাহবুব সামিরসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
